দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে শুরু হচ্ছে লোকগানের উৎসব। আজ বুধবার (৩ জুলাই) চ্যানেলটির উদ্যোগে তাদের নিজস্ব ভবনেই বসছে এই উৎসব। এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গান করবেন অতিথি শিল্পীরা।
Advertisement
মূলত সাধু-সন্ন্যাসীদের গানগুলো ঠিক তাদের মতো করে উপস্থাপন করা হবে এই অনুষ্ঠানে। লালন, শাহ আব্দুল করিম ও উকিল মুন্সী- এই তিন বাউল সাধকের গান নিয়েই উৎসবটি সাজানো হয়েছে।
দীপ্ত সূত্র জানায়, উৎসবে থাকছে দেশীয় বাদ্যযন্ত্রের প্রয়োগ। এছাড়া যারা বাউল গানগুলোকে প্রচার আর প্রসারে জড়িত- তারাই মূলত এখানে উপস্থাপন করবেন চিরায়ত বাংলার লোকগান।
এতে অংশ নিচ্ছেন টুটুল ভেড়ো, সাত্তার ফকির, জহুরা ফোকরানি, হাসিব বাউল, মুক্তার বাউলসহ আরও অনেকে।
Advertisement
শারমিন নিপার সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি প্রচার করা হবে দীপ্ত টিভিতে। উৎসব সেটে সরাসরি দর্শকের উপস্থিতিতে ধারণ করা হবে এই অনুষ্ঠান।
এমএবি/এলএ/এমকেএইচ