ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্বের দুই নাম্বার বাছাই রজার ফেদেরার। এই নিয়ে ৩৮ বারের মত গ্র্যান্ডস্লাম সেমিফাইনালে উঠলেন এই সুইস তারকা। সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্বদেশী স্তানিস ভাভরিঙ্কাও। ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন এই দুই সুইস তারকা।ফ্ল্যাশিং মিডোয় বছরের শেষ এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ফরাসী তারকা রিচার্ড গ্যাসকুয়েটকে সরাসরি সেটে হারান রজার ফেদেরার। ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে জয় তুলে সেমিফাইনালের টিকেট কাটেন এই সুইস তারকা। ইউএস ওপেনের এবারের আসরে এখন পর্যন্ত কোন সেটই হারেননি রেকর্ড ১৭ গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরার।অপরদিকে সেমিতে ফেদেরারকে মুখোমুখি হতে হবে স্বদেশী ভাভরিঙ্কার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চমক দেখানো কেভিন অ্যান্ডারসনকে ৬-৪, ৬-৪ ও ৬-০ গেমে হারান পাঁচ নম্বর তারকা ভাভরিঙ্কা।আরটি/এমআর
Advertisement