প্রবাস

লিসবনে ‘হ্যালো পর্তুগাল উৎসব’ অনুষ্ঠিত

অভিবাসী ও শরণার্থীদের সমস্যা ও সম্ভাবনা এবং তাদের নিয়ে কাজ করা সকল প্রতিষ্ঠানকে একত্রিত করার লক্ষ্যে লিসবনে হ্যালো পর্তুগাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লিসবনের স্থানীয় ইসমাইলি সেন্টারে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়।

Advertisement

দিনব্যাপী দুই পর্বের সেমিনারে প্রথমে আলোকপাত করা হয় অভিবাসী ও শরণার্থীদের নানা সমস্যা নিয়ে এবং দ্বিতীয় অংশে এসবের সমাধান নিয়ে আলোচনা করেন উপস্থিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও নাগরিক সমাজের মানুষজন।

উৎসবে উপস্থিত ছিলেন পর্তুগালের ইমিগ্রেশন হাইকমিশনার ড. পেদ্রো কালাদো, ভাসকো মাল্টা পরিচালক কানাই লিসবন, সিলভিয়া পাউলো সমন্বয়ক আশোকা মুভমেন্ট, ব্রুনো মেনিনো আগাইর স্পিকের পরিচালক।

উৎসবের মূল আলোচনায় অংশ নেন পর্তুগাল ইমিগ্রেশন হাইকমিশনে কর্মরত একমাত্র ইন্দোএশিয়ান বাংলাদেশি মঈন উদ্দিন আহমেদ, সহকারী অফিসার এসিএম।

Advertisement

সঠিক তথ্য ও সহযোগিতা পেলে অভিবাসী ও শরণার্থীরা এদেশের স্থানীয়দের সাথে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মত দেন আলোচকরা।

এনএফ/জেআইএম