খেলাধুলা

পরিসংখ্যানে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ

১. ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি দেখায় জয়ের পাল্লা ভারী নিউজিল্যান্ডের পক্ষে। ৮৯ ম্যাচে তাদের জয় ৪৩টি আর ইংল্যান্ডের ৪০। বাকি ৬ ম্যাচের ৪টি পরিত্যক্ত, ২টি টাই

Advertisement

২. বিশ্বকাপে মুখোমুখি ৮ দেখায় ফলাফল এসেছে সব ম্যাচেই। এখানেও জয়ের হিসেবে এগিয়ে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ৩ জয়ের বিপরীতে কিউইদের জয় ৫ ম্যাচে।

৩. সর্বোচ্চ দলীয় সংগ্রহ : ইংল্যান্ড : ৪০৮/৯, বার্মিংহাম, ২০১৫ নিউজিল্যান্ড : ৩৯৮/৫, ওভাল, ২০১৫

৪. দলীয় সর্বনিম্ন সংগ্রহ : ইংল্যান্ড : ৮৯/১০, ওয়েলিংটন, ২০০২ নিউজিল্যান্ড : ১৩৪/১০, ক্রাইস্টচার্চ, ১৯৮৪

Advertisement

৫. সর্বোচ্চ ব্যক্তিগত রান : অ্যালান লাম্ব- ২৮ ম্যাচে ৯২১ রান রস টেলর- ৩৩ ম্যাচে ১৩৮১ রান

৬. সর্বোচ্চ ব্যক্তিগত উইকেট : জেমস অ্যান্ডারসন- ২৩ ম্যাচে ৩৩ উইকেট টিম সাউদি- ২০ ম্যাচে ৩৫ উইকেট

এসএস/জেআইএম

Advertisement