খেলাধুলা

তামিম ক্যাচ ছাড়ায় নিজেকে সৌভাগ্যবান মানছেন রোহিত

ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। মোস্তাফিজুর রহমানের করা শর্ট লেন্থের ডেলিভারিটি পুল করেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। কিন্তু ঠিকঠাক ব্যাটে না লাগায় বল উঠে যায় আকাশে, যেখানে প্রস্তুত ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার তামিম ইকবাল।

Advertisement

কিন্তু হায়! তামিম যে ধরে রাখতে পারলেন না ফর্মে থাকা রোহিত শর্মার সহজ ক্যাচটি। মাত্র ৯ রানে রোহিতকে আউট করার সহজ সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। সেই রোহিত পরে আউট হন আরও ৯৫ রান করে, ব্যক্তিগত ১০৪ রানের মাথায়। এছাড়া উদ্বোধনী জুটিতেও ভারত পায় ১৮০ রানের বিশাল ভিত।

ম্যাচ শেষে রোহিত নিজেও মেনে নিয়েছেন সে জায়গায় তামিম ক্যাচটি ধরতে পারলে এত বড় ইনিংস খেলা হতো না তার। বরং সে ক্যাচটি মিস হওয়ায় নিজেকে সৌভাগ্যবানই মানছেন এ ডানহাতি ওপেনার। তবে মাঠের বাউন্ডারি ছোট না বড় সেসব নিয়ে চিন্তা ছিলো না তার।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার নিতে এসে রোহিত বলেন, ‘হ্যাঁ! অবশ্যই আমি সৌভাগ্যবান ছিলাম। তবে এটাও মানতে হবে যে ভাগ্য সাহসীদেরই পক্ষ নেয়। আমি একবারের জন্যও ভাবিনি মাঠের দৈর্ঘ্য কত বড় বা ছোট। কারণ আমার ব্যাটিংয়ের লক্ষ্য হলো মাঠ পার করা। একবার আপনি উইকেটে সেট হয়ে গেলে বোলারদের চাপে রাখাই আমার মূল পরিকল্পনা থাকে।’

Advertisement

এসময় রোহিত জানান শুরু থেকে তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে আজ হতে পারে বড় কিছু। তাই তো কুমার সাঙ্গাকারার পর মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে চার সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি।

রোহিত বলেন, ‘শুরু থেকেই আমার মধ্যে ভালো একটা অনুভূতি হচ্ছিল। এ পিচটাও ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচটায়, শুরুতে খানিক সময় নিতে হয়েছে। তবে আজ আগে ব্যাটিং করায় রান তাড়ার কোনো বিষয় ছিলো না। তাই আমি নিজের কাজটা করতে পেরেছি।’

এসএএস

Advertisement