খেলাধুলা

ওয়ানডেতে ‘টেস্ট’ খেলায় ধোনিকে ধুঁয়ে দিচ্ছেন ভারতীয়রা

আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার বলা হয় ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু বর্তমানে সেই ম্যাচ ফিনিশ করার পথটা যেন ভুলেই গেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক। এক সময়ে মারকুটে ব্যাটসম্যানের পরিচয় লাভ করা এই ক্রিকেটার এখন যেন সেই খ্যাতিটাই হারাতে বসেছেন।

Advertisement

কয়েক বছর আগেও স্লগ ওভারের ব্যাটিং করার জন্য ভারতের অন্যতম ভরসা ছিলেন ধোনি। কিন্তু ক্যারিয়ারের শেষ সময় এসে এখন আর তা পেরে উঠছেন না এই ব্যাটসম্যান। বিশেষ করে এই বিশ্বকাপে সেই সমস্যাটা বড় আকারে সামনে এসেছে। ফিনিশিংয়ের ভূমিকায় নেমে একের পর এক বাজে পারফরমেন্স করে যাচ্ছেন তিনি।

বারবার এমন বাজে পারফরমেন্সে ধৈর্য্যহারা হয়ে গেছেন ভারতীয় সমর্থকরা। আজ (মঙ্গলবার) এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে স্লগ ওভারে এসে ৩৩ বলে ৩৫ রান করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে রীতিমত ধুয়ে দিচ্ছেন ভারতীয়রা।

এমনকি তার সমালোচনা করতে বাদ নেই দেশটির বড় বড় গণমাধ্যমের সাংবাদিকরাও। টুইটারে ধোনির সমালোচনা করে সংবাদমাধ্যম দ্য হিন্দুর সাংবাদিক অমোল কারাদকার লেখেন, ‘এই ইনিংস আবারো বলে দিচ্ছে যে খুব কাছাকাছি নয় এটাই ধোনির শেষ সময়।’

Advertisement

বিখ্যাত সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক ত্রিদিপ বপরনাশ লেখেন, ‘নামটা মনে রাখুন এটা ধোনি। যে এখন দলের উপর নতুন এক বোঝা। ৫০ তম ওভারে পরপর দুই বলে সহজ সিঙ্গেল না নিয়ে তৃতীয় বলে আউট হয়ে যান তিনি। অথচ আপনি ভারতের হয়ে খেলছেন।’

ভারতীয় এক সমর্থক বলেই ফেলেন এই সময় যদি ২০০৭ এর ধোনি অধিনায়ক থাকতেন তাহলে তাকে দল থেকে বাইরে রাখতে। তিনি লেখেন, ‘আমরা যদি সেই ২০০৭ সালের ধোনিকে পেতাম তাহলে আজকের ধোনিকে সে বসিয়ে রাখত। এবং নতুনদের সুযোগ করে দিত।’

বিশ্বকাপে এখনো পর্যন্ত সাত ম্যাচে খেলে মাত্র ২২৩ রান করেছেন ধোনি। এর মধ্যে নেই কোনো সেঞ্চুরি তবে একটি অর্ধশতক আছে।

এএইচএস/এসএএস

Advertisement