সাকিব আল হাসান আফসোস করতেই পারেন। টানা চার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটির খুব কাছে এসে সাজঘরে ফেরেন। করেন ৪১।
Advertisement
ওই ইনিংসটা বাদ দিলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলা ৭ ম্যাচের ৬টিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব। আজ (মঙ্গলবার) ভারতের বিপক্ষে খেললেন ষষ্ঠ পঞ্চাশোর্ধ্ব ইনিংসটা।
সবমিলিয়ে এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের ৭ ম্যাচে সাকিবের সেঞ্চুরি ২টি, ফিফটি ৪টি। এর মধ্যে সেঞ্চুরি দুটি পেয়েছেন পর পর দুই ইনিংসে।
কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ১২১ রানের ইনিংস। ওই ম্যাচটি অবশ্য জিততে পারেনি বাংলাদেশ। তবে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার না মানা ১২৪ রানের ইনিংস খেলে ঠিকই জিতিয়েছেন দলকে।
Advertisement
ভারতের বিপক্ষেও এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। সাকিবের হাত ধরে কি আরও একটি জয়ই অপেক্ষা করছে টাইগারদের জন্য?
এমএমআর/পিআর