জাতীয়

প্রাথমিক স্তরের সকল বই মাল্টিমিডিয়ায় পরিণত হবে

সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বই মাল্টিমিডিয়ায় পরিণত করবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। সোমবার ব্র্যাক সেন্টারে ‘প্রাথমিক শিক্ষা কনটেন্ট ইন্টার-এ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সন রূপান্তর’ প্রকল্পের অধীনে তৈরি প্রাথমিক শিক্ষাক্রমের গণিত, বিজ্ঞান ও পরিবেশ পরিচিতি বইয়ের মাল্টিমিডিয়া ভার্সনে রূপান্তরিত গ্রন্থের প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিক্ষা সচিব বলেন, প্রথম পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ব্র্যাকের সহযোগিতায় প্রাথমিক শিক্ষাক্রমের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ৩৩টি বই রয়েছে, তার সবগুলোই মাল্টিমিডিয়া ভার্সনে রূপান্তর করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক এবং মাদ্রাসা শিক্ষাক্রমের সকল বই মাল্টিমিডিয়া ভার্সনে রূপান্তর করা হবে।নজরুল ইসলাম খান বলেন, পাঠ্যপুস্তকের ধারণাসমূহ আরও আকর্ষণীয়, আনন্দদায়ক ও সহজে বোধগম্য করতে বিভিন্ন ধরণের ছবি, চার্ট, ডায়াগ্রাম ও অডিও-ভিডিওসহ মাল্টিমিডিয়া উপকরণসমূহ সংযোজন করে এনিমেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে।তিনি বলেন, বইসমূহ মাল্টিমিডিয়া ভার্সনে রূপান্তরের পরবর্তী ধাপে সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাবলেট পিসি সরবরাহের উদ্যোগ নেবে। যাতে শিক্ষার্থীরা এ প্রযুক্তি ব্যবহার করে মাল্টিমিডিয়া ভার্সনের বইগুলো সহজে পাঠ করতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম মিয়া। বক্তৃতা রাখেন- ‘প্রাথমিক শিক্ষা কনটেন্ট ইন্টার-এ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সন রূপান্তর’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আক্তার হোসেন ও ব্র্যাকের পরিচালক (শিক্ষা) শফিকুল ইসলাম। -বাসস

Advertisement