ফিল্ডিংয়ের শুরুতে রোহিত শর্মার ক্যাচ ফেলে দিয়েছিলেন। তামিম ইকবাল নিশ্চিতভাবেই চাপে ছিলেন। সেই চাপ থেকে ব্যাট হাতেও বের হতে পারলেন না। ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ভক্তরা অন্তত তামিমের ব্যাট থেকে একটা ভালো ইনিংস আশা করেছিলেন।
Advertisement
কিন্তু ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখা গেলো ধুঁকছেন তামিম ইকবাল। ভুবনেশ্বর কুমার কিংবা জসপ্রিত বুমরাহদের বলে বার বার পরাস্ত হচ্ছিলেন। তবুও চেষ্টা করছিলেন সৌম্য সরকারকে নিয়ে একটি ভালো জুটি গড়ার।
কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। ৯.৩ ওভারে ৩৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে যেতে হলো তামিম ইকবালকে। ৩১ বলে ২২ রান করেন তিনি। এর মধ্যে বাউন্ডারি মেরেছেন ৩টি।
তামিম ইকবালের মধ্যে ভয়-ডরহীন যে ব্যাটসম্যানের প্রতিমুর্তি দেখা যেতো, এই বিশ্বকাপে তার ছিঁটেফোটাও দেখা যাচ্ছে না। বরং, ব্যর্থতার ধারাবাহিকতায় আরও একটি ম্যাচ যোগ করলেন তিনি।
Advertisement
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৭। ১৭ রান নিয়ে সৌম্য সরকার এবং ৬ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান।
আইএইচএস/পিআর