গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় মঙ্গলবার দুপুরে অটো স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে।
Advertisement
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, আশপাশে বিকল্প পানির কোনো ব্যবস্থা না থাকায় তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজট লেগেছে। তবে এখন কিছুটা স্বাভাবিক হয়েছে।
স্থানীয় আল-আমিন জানান, কারখানার এক কিলোমিটারের মধ্যে কোনো পুকুর নেই। আশপাশে পুকুর থাকলে ফায়ার সার্ভিস সেখান থেকে পানি ব্যবহার করতে পারতো।
Advertisement
এদিকে কারখানার উল্টো পাশে মেঘনা সাইকেল কারখানা থেকে পানি সরবরাহ করায় মহাসড়কের ওপর পাইপ রাখায় প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এসআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চালক জাহাঙ্গীর আলম জানান, তিনি দুই ঘণ্টা ধরে এখানে অপেক্ষা করছেন। এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যায় মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। কারখানার আগুন নেভানোর জন্য মহাসড়কের ওপর পানির পাইপ থাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। এখন পাইপের ওপর ইট-বালু ফেলে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও স্থানীয় এমপি ইকবাল হোসেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) ফাতেমাতুজ জহুরা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
Advertisement
এছাড়াও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের ব্যাপক সংখ্যক সদস্য ঘটনাস্থলের উপস্থিত রয়েছেন। সবশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্টোল রুমের অপারেটর বাবুল।
শিহাব/এমএএস/জেআইএম