সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন মন্তব্যের জবাবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে জঙ্গিবাদ মোকাবেলা করতে ঠাণ্ডা মাথায় জাসদ, আওয়ামী লীগ নিয়ে মহাজোট গঠন করা হয়েছে। তাই জাসদ, আওয়ামী লীগ ও রাজনীতির পূর্বাপর বিশ্লেষণ না করে যারা হাটে-ঘাটে বিভিন্ন অভ্যন্তরীণ কলহে লিপ্ত তারাই মূলত খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছেন। বৃহস্পতিবার দুপুরে বৃটিশ বিপ্লবী নায়ক বাঘা যতীনের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সকল কথা বলেন। পে-স্কেল বাস্তবায়নে শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা কতটুকু এমন এক প্রশ্নের জবাবে ইনু বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হবে কি হবে না, এটা একটা প্রস্তাব। এই প্রস্তাব কার্যকরী করতে পরীক্ষা-নিরীক্ষা করার সময় দিতে হবে। সেটা না করে ক্লাস বর্জন করছেন এটা ঠিক না। তিনি শিক্ষকদের সরকারের কাছে উত্থাপিত প্রস্তাবের বিষয়ে ভাবার সময় চেয়ে শিক্ষাঙ্গনে স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনারকলি মাহবুবার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম রাহাতুল ইসলাম, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ। আল-মামুন সাগর/এসএস/পিআর
Advertisement