লাইফস্টাইল

মুচমুচে চিংড়ি ফ্রাই তৈরির রেসিপি

বিকেলের নাস্তায় মুখরোচক ও স্বাস্থ্যোকর কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন মুচমুচে চিংড়ি ফ্রাই। চিংড়ির যেকোনো পদ এমনইতে বেশ মজাদার। আর চিংড়ি ফ্রাই হলে তা একধাপ এগিয়ে। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

Advertisement

উপকরণ :

চিংড়ি ৫০০গ্রাম (খোসা ছাড়ানো)কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচডিম ১টিআদা ও রসুনবাটা আধা চা-চামচগোলমরিচের গুঁড়া আধা চা-চামচলবণ স্বাদমতোপাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া ১ কাপতেল পরিমাণ মতো।

প্রণালি :

Advertisement

প্রথমে চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার, আদা-রসুনবাটা, ডিম, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে চিংড়িমাছগুলো মিশ্রণে ডুবিয়ে একে একে পাউরুটি অথবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে তেলে ছাড়ুন।

শসা, গাজর বা বাঁধাকপিকুচির সঙ্গে মেয়নেজ দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।

এইচএন/জেআইএম

Advertisement