বাঘের তাড়া যে খেয়েছেন সেই জানেন কতটা আতঙ্কে থাকতে হয়। বাঘ পিছু নিলে জীবন হাতে নিয়ে ছুটতে হয়। এই বুঝি ধরে ফেলল। অচেনা লোকজনকে দেখলেই তাড়া করতে দেখা যায় কুকুরকে। কিন্তু বাইকের পেছনে বাঘকে তাড়া করতে দেখেছেন বা শুনেছেন কখনও?
Advertisement
এমন ঘটনা এর আগে কেউ কখনও দেখেননি। কিন্তু সম্প্রতি এক বন কর্মকর্তাকে বাঘ তাড়া করছে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে গেছে।
সেখানে দেখা গেছে এক বন কর্মকর্তা বাইকে চেপে যাচ্ছেন। আর তার পেছনে দ্রুত গতিতে দৌঁড়ে আসছে একটি রয়েল বেঙ্গল টাইগার।
ওই ভিডিওতে পরিষ্কার দেখা গেছে, কেরালার ওয়াইনাড়ের মুথঙ্গা অভয়ারণ্যের ভেতর দিয়ে বাইক চালাচ্ছিলেন দুই ব্যক্তি। আচমকাই নজরে আসে, বাঘ তাড়া করেছে তাদের।
Advertisement
ভিডিওতে এটাও দেখা গেছে যে কয়েক সেকেণ্ড পিছু ধাওয়া করার পর ফের জঙ্গলে চলে যায় বাঘ মামা। ওই দুই বাইক আরোহীই বন কর্মকর্তা। দফতররে কাজেই বেরিয়েছিলেন তারা।
তবে ওই বন কর্মকর্তাদের পেছনে বাঘের তাড়া করার এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, মানুষ যেমন বন্যপ্রাণীকে নিজেদের এলাকায় ঘেষঁতে দেয় না তেমনি তাদের জগতে মানুষ পা রাখলে রীতিমতো বিরক্ত হয় বন্যপ্রাণীরাও।
টিটিএন/পিআর
Advertisement