বক্সঅফসে ঝড় তুলেছে শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’। ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। নানা সমালোচনার মধ্যেই দর্শক হলে ভিড় করছেন ছবিটি দেখার জন্য। তাই মুক্তির পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছায় ছবিটি। এবার ২০০ কোটির মাইল ফলক ছুঁতে যাচ্ছে সিনেমাটি।
Advertisement
‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে নিজের গতিতেই এগিয়ে চলেছে সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর ও ‘লাস্ট স্টোরিস’ খ্যাত কিয়ারা আদভানি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ টুইটার বার্তায় জানিয়েছেন, মুক্তির দশম দিনে ১৭৫ কোটির ঘরে প্রবেশ করেছে ‘কবির সিং’। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ১২.২১ কোটি, শনিবার ১৭.১০ কোটি, রোববার ১৭.৮৪ কোটি আয় করে ছবির মোট আয় দাঁড়িয়েছেন ১৮১.৫৭ কোটি রুপি।
তরুণ আদর্শ আরও জানান, প্রথম সপ্তাহে ‘কবির সিং’ আয় করেছে ১৩৪.৪২ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ৪৭.১৫ কোটি রুপি। সব মিলিয়ে এ পর্যন্ত ছবিটির আয় ১৮১.৫৭ কোটি রুপি।
Advertisement
গত ২১ জুন ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কবির সিং’। সিনেমাটিতে প্রথমবাবেরর মতো শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। ছবিটিতে আরও অভিনয় করেছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। ছবিটি প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ। এমএবি/এমএস