খেলাধুলা

বাংলাদেশ-ভারত দ্বৈরথে এগিয়ে যারা...

বার্মিংহামের এজবাস্টনে আজ বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হারলে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালের স্বপ্ন বিলীন হয়ে যাবে টাইগারদের। তাই বিশ্বমঞ্চে দ্বিতীয়বারের মতো ভারতকে হারাতে বদ্ধপরিকর মাশরাফি বাহিনী। যদিও ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের খুব একটা সুখস্মৃতি নেই। তারপরও স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা।

Advertisement

বাংলাদেশ-ভারত মাঠে নামার আগে চলুন এক নজরে ওয়ানডে ক্রিকেটে এ দুই দলের মুখোমুখি লড়াইয়ের বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

১. ওয়ানডে ক্রিকেটে ৩৫ বারের মুখোমুখি দেখায় ভারতের ২৯ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে। বাকি ১ ম্যাচ থাকে অমীমাংসিত।

২. বিশ্বকাপে ৩ বারের দেখায় বাংলাদেশের জয় আছে ১ ম্যাচে। বাকি ২ ম্যাচে শেষ হাসি হেসেছিল ভারত।

Advertisement

৩. সর্বোচ্চ দলীয় সংগ্রহ : বাংলাদেশ : ৩০৭/১০, ঢাকা, ২০১৫ ভারত : ৩৭০/৪, ঢাকা, ২০১১

৪. দলীয় সর্বনিম্ন : বাংলাদেশ : ৫৮/১০, ঢাকা, ২০১৪ ভারত : ১০৫/১০, ঢাকা, ২০১৪

৫. সর্বোচ্চ ব্যক্তিগত রান : মুশফিকুর রহীম- ৬০৪ রান বিরাট কোহলি- ৬৫৪ রান

৬. সেরা ইনিংস : লিটন কুমার দাস- ১২১ রান বীরেন্দর শেবাগ- ১৭৫ রান

Advertisement

৭. সর্বোচ্চ ব্যক্তিগত উইকেট : মাশরাফি বিন মর্তুজা- ২৩ উইকেট অজিত আগারকার- ১৬ উইকেট

৮. সেরা বোলিং :মোস্তাফিজুর রহমান- ৬/৪৩ স্টুয়ার্ট বিনি- ৬/৪

এসএস/এমএস