ক্যাম্পাস

৭৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

৭৮ ঘণ্টা পর অনশন ভেঙেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। সোমবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হয়ে তাদের অনশন ভাঙান দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি। জুস ও পানি খাইয়ে তিনি তাদের অনশন ভাঙান।

Advertisement

কেন্দ্রীয় কমিটি পুনঃগঠনসহ চার দফা দাবিতে গত শুক্রবার দুপুর ২টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। ওবায়দুল কাদের ধানমণ্ডিতে অনশনকারীদের কথা শোনার জন্য ডেকেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য ও পদবঞ্চিত ছাত্রলীগ কর্মী তানভীর হাসান সৈকত।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য মারুফা আক্তার পপিকে পাঠান আমাদের দাবির বিষয়ে বলার জন্য। মারুফা আক্তার পপি বলেছেন আমাদের দাবিগুলো ওবায়দুল কাদের দেখবেন। তিনি আমাদের নিজের হাতে জুস ও পানি খাইয়ে অনশন ভাঙান। ওবায়দুল কাদের ধানমণ্ডির তিন নম্বর পার্টি অফিসে আমাদের ডেকেছেন।

Advertisement

এমএইচ/এমআরএম