আন্তর্জাতিক

বিশ্বের সংক্ষিপ্ত ফ্লাইট চালু করল এমিরেটস

আমিরাতভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইট চালু করেছে। দেশটির অভিজাত বাসিন্দাদের শহর হিসেবে পরিচিত দুবাই থেকে পাশের দেশ ওমানের মুসকাত শহরে যাবে এ-৩৮০ ফ্লাইটটি। আকাশপথে যার দূরত্ব ৩৪০ কিলোমিটার। আর যেতে সময় লাগে মাত্র ৪০ মিনিট।

Advertisement

আজ সোমবার এয়ারলাইন্সটি বেশ কয়েকটি টুইট বার্তায় জানায়, ‘দুবাই থেকে মুসকাতে যাওয়ার জন্য গড়ে সময় লাগে ৪০ মিনিট। যা একটি বিমান পরিস্কার করার সময়ের চেয়ে মাত্র পাঁচ মিনিট বেশি। এয়ারবাসের এ-৩৮০ মডেলের ওই বিমান ৪২ জন যাত্রী বহনে সক্ষম।’

বিশ্বব্যাপী যাত্রী পরিবহনে নামকরা বিমান সংস্থা এমিরেটসের বাণিজ্যিক কার্যক্রম কেন্দ্রের বিভাগীয় জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট শেখ মাজিদ আল মাওলা বলেন, ‘মুসকাত রুটে এ-৩৮০ সেবা চালু করার মানে হলো এর মাধ্যমে আমাদ্রের গ্রাহকরা তাদের পছন্দ মতো বিমান বাঁছাই করতে পারবেন।’

আরও পড়ুন>> ২ সন্তান নিয়ে পালিয়েছেন আমিরাত শাসকের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া

Advertisement

এমিরেটসের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমিরেটসের জন্য ওমান একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল এবং আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা সবসময় চেষ্টা করবো যাতে আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত থাকে।’

এর আগের সংক্ষিপ্ত ফ্ল্যাইটির দখলও ছিল এমিরেটসের। দুবাই থেকে কাতারের রাজধানী দোহা বিশ্বের পর্যন্ত সংক্ষিপ্ত ওই রুটে এ-৩৮০ ফ্ল্যাইট পরিচালনা করতো তারা। নতুন এই রেকর্ডের মাধ্যমে নিজেদের রেকর্ডকেই টপকে গেলো এমিরেটস।

এসএ/এমএস

Advertisement