ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর প্রতিটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় লড়বে ৩৯ জন শিক্ষার্থী।বৃহস্পতিবার সকাল ১০টা ১০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।এ সময় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজসহ বিভিন্ন অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ বছর ছয় হাজার ৬৮৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে দুই লাখ ৫৪ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। এ পর্যন্ত ব্যাংকে ফি জমা দিয়েছে দুই লাখ ২৯ হাজার ১১৮ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বে ৩৯ জন শিক্ষার্থী। ক-ইউনিটে এক হাজার ৬৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২ হাজার ১৬১ জন শিক্ষার্থী। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন। খ-ইউনিটে ভর্তি পরীক্ষায় দুই হাজার ২৮০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার আবেদন সংগ্রহ করেছে ৩১ হাজার ৪২১ জন। গড়ে এ ইউনিটে লড়বে সর্বনিম্ন ১৪ জন শিক্ষার্থী।গ-ইউনিটে এক হাজার ১৭০টি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বে ৪৩ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন। ঘ-ইউনিটে এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে লড়বে ৯৪ হাজার ৭৯৮জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৬৬ জন।এছাড়া চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনপত্র সংগ্রহ করেছে ১২ হাজার ১৬৭ জন শিক্ষার্থী। এ ইউনিটে প্রতি আসনে লড়বে সর্বোচ্চ ৯১ জন।এদিকে যে সমস্ত শিক্ষার্থী এখনো ব্যাংকে ফি জমা দিতে পারেনি তাদের টাকা জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত। প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েব সাইটে (www.admission.eis.du.ac.bd) ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১০ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ১৭ অক্টোবর শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য :শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ক্যালকুলেটর ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ বলে গণ্য হবে।এদিকে জালিয়াতি বন্ধে এ বছর ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। শিক্ষার্থীরা কোন ধরনের অনিয়ম করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিটি কেন্দ্রে জালিয়াতি বন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এমএইচ/এসআইএস/আরআইপি
Advertisement