সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে ৩৩ তম বিসিএসের আরও ১৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ১৪০ জন, প্রশাসন ক্যাডারে ৪ জন, পুলিশে ৩ জন, ২ জন কর, ২ জন মৎস্য, গণপূর্তে ১ জন, পশু সম্পদে ১ জন, সাধারণ শিক্ষায় ৪ জন রয়েছেন।এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mpoa.gov.bd) পাওয়া যাবে।এর আগে গত ১০ জুলাই ৩৩তম বিসিএস থেকে ৮ হাজার ১১৫ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ৬ হাজার ৩৩ জনকে স্বাস্থ্য ক্যাডার এবং ২ হাজার ৭২ জন সাধারণ ক্যাডারে নিয়োগ পান।
Advertisement