রাজধানী সায়েদাবাদ এলাকা থেকে হাতবদলের সময় একটি একে-২২ রাইফেল উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে। একই মডেলের রাইফেল তিন বছর আগে গুলশানের হলি আর্টিসানে জঙ্গিরা ব্যবহার করেছিল।
Advertisement
রোববার (৩১ জুন) দিবাগত রাতে সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে একটি পরিত্যক্ত জায়গায় অস্ত্রটি হাতবদলের সময় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট উদ্ধার করে।
আটকরা হলেন- সাঈদুল ইসলাম ও কামাল হোসেন। তাদের কাছ থেকে দুটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানটি চালানো হয়। ঘটনাস্থলে অস্ত্রের হাতবদলের জন্য ছয়জন উপস্থিত হয়েছিল, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।
Advertisement
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা অস্ত্র ব্যবসায়ী। হাতবদলের জন্য তারা এখানে এসেছিল। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে পেলে তাদের আসল উদ্দেশ্য জানা যাবে।
উদ্ধার করা একে-২২ অস্ত্রটি সোভিয়েত রাশিয়ার তৈরি। এর ওজন প্রায় সাড়ে চার কেজি। বাংলাদেশে এর দাম প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
এআর/আরএস/জেআইএম
Advertisement