জাগো জবস

শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কিছুসংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়পদের নাম: অধ্যাপকবিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতিপদ সংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর। শিক্ষা জীবনের যেকোনো ২টিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে।বেতন: ২৯,০০০-৩৫,৬০০ টাকা।পদের নাম: সহকারী অধ্যাপকবিভাগ ও পদ সংখ্যা: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-১, নৃবিজ্ঞান-১, মনোবিজ্ঞান-২, মার্কেটিং-২ ও ফিন্যান্স-২।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর। শিক্ষা জীবনের সবগুলোতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে।বেতন: ১৮,৫০০-২৯,৭০০ টাকা।পদের নাম: প্রভাষকবিভাগ ও পদ সংখ্যা: গণযোগাযোগ ও সাংবাদিকতা-২ ও সেন্টার ফর ইংলিশ ল্যাংগুয়েজ-১।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর। শিক্ষাজীবনের সবগুলোতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে।বেতন: ১১,০০০-২০,৩৭০ টাকা।আবেদনের নিয়ম: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd অথবা রেজিস্ট্রার দফতর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০১৫সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ১০ সেপ্টেম্বর ২০১৫# জনবল নেবে সুপার স্টার গ্রুপ# ব্যাংকিং পেশায় বাংলাদেশ ব্যাংক# যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে চাকরি# জনবল নেবে বিডি থাই কসমো# চিকিৎসক নেবে আয়েশা মেমোরিয়াল হাসপাতালএসইউ/আরআইপি

Advertisement