চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : টপ্পা গানের জনক কে?উত্তর : রামনিধি গুপ্ত।২. প্রশ্ন : প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ছিল? উত্তর : টেকচাঁদ ঠাকুর।৩. প্রশ্ন : ‘নিষিদ্ধ লোবান’ কার উপন্যাস?উত্তর : সৈয়দ শামসুল হকের। ৪. প্রশ্ন : ‘যা কষ্টে লাভ করা যায়’- এককথায় প্রকাশ কর।উত্তর : দুর্লভ।৫. প্রশ্ন : ‘ইন দ্য লাইন অফ ফায়ার’ কার লেখা?উত্তর : পারভেজ মোশারফের।৬. প্রশ্ন : দেশের ৪৮৪ তম উপজেলা কোনটি? উত্তর : রাঙ্গাবালী। ৭. প্রশ্ন : সাতক্ষীরার পূর্ব নাম কী? উত্তর : সাতঘরিয়া।৮. প্রশ্ন : অর্থবিল ২০১৫ পাস হয় কবে?উত্তর : ২৯ জুন ২০১৫।৯. প্রশ্ন : ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ’ লাভ করেন কে?উত্তর : ফজলে হাসান আবেদ।১০. প্রশ্ন : একটি নৌকার তলদেশ ছিদ্র হওয়ায় তা ৬ ঘণ্টায় ডুবে যেতে পারে। কিন্তু পাম্পের সাহায্যে ৮ ঘণ্টায় নৌকাটি জলশূন্য করা যায়। যদি নৌকাটি তীর থেকে ১৬৮ কি.মি. দূরে থাকে, তাহলে কত বেগে চললে নৌকাটি তীরে পৌঁছানোর সাথে সাথে ডুবে যাবে। উত্তর : ঘণ্টায় ৭ কি.মি.।১১. প্রশ্ন : ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাসের হার কত?উত্তর : ৭৫%।১২. প্রশ্ন : ‘The baby is always smiling’ এর বাংলা অনুবাদ কী?উত্তর : শিশুটির মুখে হাসি লেগেই আছে।১৩. প্রশ্ন : ‘Duchess’ is feminine of-উত্তর : Duke.১৪. প্রশ্ন : প্রথমবারের মতো কোপা-আমেরিকা কাপের শিরোপা জেতে কোন দেশ?উত্তর : চিলি।১৫. প্রশ্ন : বাহরাইনের রাজধানীর নাম কি? উত্তর : মানামা। ১৬. প্রশ্ন : ইতিহাসের সবচেয়ে বড় কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর : সিডনি।১৭. প্রশ্ন : সর্বোচ্চ আয়ের দেশ কোনটি? উত্তর : লুক্সেমবার্গ।১৮. প্রশ্ন : ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ কোনটি? উত্তর : ইউরো টানেল। ১৯. প্রশ্ন : কলায় কী উপাদান রয়েছে?উত্তর : লৌহ।২০. প্রশ্ন : LDC এর পূর্ণরূপ কী?উত্তর : Least Development Country. # আজকের সাধারণ জ্ঞান : ০৯ সেপ্টেম্বর ২০১৫এসইউ/আরআইপি
Advertisement