রাস্তায় যানজট কেমন? সে তথ্য জানিয়েছে আগেই। এবার ট্রেনের ভিড়ের তথ্য দেবে গুগল ম্যাপ।
Advertisement
যানজটের কারণে বাস আসতে দেরি করলে এবং বাস ও মেট্রোর ভিড়ের আপডেটও দেবে গুগল ম্যাপস।
প্রতিটি স্মার্টফোনের ইউজারের গতিবিধির ওপর নজর রাখে গুগল। কোনো ব্যক্তি কোনো বিষয়ে গুগলের কোনো অ্যাপে সার্চ করলে সেই তথ্য সংরক্ষিত হয় গুগলের কাছে। এছাড়া ইউটিউবসহ একাধিক অ্যাপে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে সমীক্ষা চালায় গুগল।
গুগলের এই ইউজার ডেটা থেকেই ব্যবহারকারীদের বিভিন্ন পরিষেবা প্রদান করে গুগল। গুগল ম্যাপসের এই নতুন পরিষেবার জন্য গত বছর অক্টোবর থেকেই বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে তারা। এর মধ্যেই পৃথিবীর ২০০টি শহরে এ পরিষেবা চালু হয়েছে।
Advertisement
তবে গুগলের নেভিগেশন-এ ভুল পথনির্দেশের অভিযোগ জানিয়েছেন অনেকেই। সম্প্রতি ডেনভারে ভিড় এড়িয়ে শর্টকাট রাস্তা দেখাতে গিয়ে চালকদের কাদা মাঠে পৌঁছে দেয় গুগল।
এএ