লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্ত থেকে মঈনুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশিকে গুলিবিদ্ধ অবস্থায় টেনেহিঁচড়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে বুড়িমারী ধবলগুড়ি সীমান্ত ৮৭৫/৮ এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।
Advertisement
মঈনুল ইসলাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোরে ভারতের মাথাভাঙা-১৪৮ বিএসএফ টহল দল বাংলাদেশের ধবলগুড়ি সীমান্তের ৮৭৫/৮ এস সাব পিলারের কাছে গরু পারাপারকারী মঈনুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফ সদস্যরা তাকে টেনেহিঁচড়ে ভারতীয় সীমান্তে নিয়ে যায়।
স্থানীয় জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Advertisement
এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম জানান, আমরা বিষয়টি নিশ্চিত নই। তবে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
রবিউল হাসান/এমবিআর/এমকেএইচ