প্রবাস

দুবাইয়ে সততার নজির গড়লেন পাকিস্তানি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তানি পরিচ্ছন্নতাকর্মীর সততায় স্থানীয় প্রশাসন মুগ্ধ হয়েছেন। কুড়িয়ে পাওয়া ১৫ কেজি ওজনের স্বর্ণ ফেরত দিয়ে সততার নজির গড়েছেন দুবাই প্রবাসী পাকিস্তানি তাহের আলী মকবুল।

Advertisement

শনিবার (২৯ জুন) দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুশি হয়ে সম্মাননাস্বরূপ তাকে প্রশংসাপত্র প্রদান করে।

জানা গেছে, তাহের আলী মকবুল দুবাইয়ের আল সাবখা পার্কিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্প্রতি নিজের কর্মস্থলে একটি ব্যাগভর্তি ১৫ কেজি ওজনের স্বর্ণ কুড়িয়ে পান তিনি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ কোটি টাকারও বেশি। বিষয়টি তিনি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে জানান। সেই সঙ্গে ওই স্বর্ণভর্তি ব্যাগ আরটিএর অধিদফতরে জমা দেন।

আরটিএর মহাপরিচালক ও নির্বাহী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাতর আল তায়ের এক টুইট বার্তায় বলেন, তাহের আলী মকবুল সততার দৃষ্টান্ত গড়েছেন।

Advertisement

আব্দুল্লাহ আল মামুন/এমএসএইচ