টুপি পরার অপরাধে এবং জয় শ্রীরাম বলতে রাজি না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশে এক মুসলিম কিশোরকে বেধড়ক মারপিট করেছে দেশটির উগ্রপন্থী একদল হিন্দু। উত্তরপ্রদেশের কিদওয়াই নগরে আক্রমণের শিকার হয়েছেন ওই কিশোর।
Advertisement
দেশটির একটি দৈনিক বলছে, শুক্রবার জুমার নামাজ শেষে ১৬ বছর বয়সী কিশোর মোহাম্মদ তাজ বাড়ি ফেরার সময় আক্রান্ত হন। কিদওয়াই নগরে পৌঁছালে বাইকে করে বেশ কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে। তাজের ফেজ টুপি খুলে ফেলে দেয়া হয়। জোর করা হয় জয় শ্রীরাম বলার জন্য।
অসম্মতি জানালে তাজকে ওই যুবকেরা বেধড়ক মারধর করে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগে ব্যাপক সমালোচনা শুরু হয়। চাপের মুখে পুলিশ মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
আরও পড়ুন : রেভ পার্টির নামে দেহ ব্যবসা, ৭ বলিউড অভিনেত্রী আটক
Advertisement
কয়েকদিন আগেই ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার আগে জয় শ্রীরাম, জয় হনুমান বলতে বাধ্য করা হয় তাকে। পশ্চিমবঙ্গেও জয় শ্রীরাম বলতে রাজি না হওয়ায় এক মাদরাসা শিক্ষককে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়।
এসআইএস/এমএস