বিনোদন

ভক্তদের আড্ডার আমন্ত্রণ জানালেন চঞ্চল চৌধুরী

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন মিডিয়ায় সব মাধ্যমেই পদার্পণ তার। শহুরে বা গ্রামীণ চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছেন দর্শকের মাঝে।

Advertisement

স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। তাই তার ভক্তদের সংখ্যাও কম নয়। আর ভক্তরা চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা পান না চঞ্চল চৌধুরীর ভক্তরা। এবার এলো সেই সুযোগ।

জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে চঞ্চল চৌধুরীর কাছ থেকেই। আগামীকাল রোববার, ৩০ জুন রাত ৮টায় যেকোনো রবি এবং এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই এই অভিনেতার সঙ্গে কথা বলা যাবে।

এ বিষয়ে এক ভিডিওবার্তায় চঞ্চল বলেন, ‘দর্শকের সঙ্গে গল্প করার জন্য রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট দারুণ একটা সুযোগ করে দিয়েছে। ৩০ জুন ঠিক রাত ৮টায় আমি থাকছি রবিস্টার জোন সার্ভিসে, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা রেডি তো। আমি থাকব শুধু আপনাদের অপেক্ষায়।’

Advertisement

এদিকে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।

এলএ/এমকেএইচ