যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন খামার বাড়ি নামের একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনে ভস্মীভূত মুদি দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Advertisement
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে বেশ কয়েকজন খরিদ্দার বাজার করতে দোকানে ঢুকে। কেনাকাটার এক পর্যায়ে পানীয় ঠাণ্ডা রাখার মেশিনের পেছন থেকে ধোয়া বেরোতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে দোকানে প্রবেশ করে। টের পেয়ে দোকানের কর্মচারীসহ উপস্থিত খরিদ্দাররা দ্রুত নিরাপদ স্থানে অবস্থান নেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ১২টি ইউনিটের ৬০ জন দমকল বাহিনীর কর্মী আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এর আগেই দোকানের সামনের অংশ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারতলা বিশিষ্ট ভবনের নিচতলায় ছিল খামার বাড়ি মুদি দোকান। উপরে আরও তিনটি ভবন ছিল। সেখানে দোকান ও বেশ কয়েকটি অফিস রয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে এ দোকানটি ২৪ ঘণ্টাই খোলা থাকতো। অগ্নিকাণ্ডের এ ঘটনায় পথচারীসহ এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।
দমকল বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা অন্য কোনো কারণেও এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
Advertisement
এসএইচএস/জেআইএম