জাতীয়

বিটি বেগুন উৎপাদনের পরিমাণ ১ লাখ ৩৩ হাজার টন

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে বিটি বেগুন চাষের অধীনে জমির পরিমাণ ১৫.৮৩৪ একর এবং বাৎসরিক উৎপাদনের পরিমাণ ১ লাখ ৩৩ হাজার ৬০০ মেট্রিক টন।’

Advertisement

শনিবার সংসদে ফরিদপুর-১ আসনের মনজুর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উপস্থাপিত হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বিটি বেগুনের ৪টি জাত বাংলাদেশের ৩৫টি জেলায় ১৮৭ জন কৃষকের ৩০ একর জমিতে গবেষণা কার্যক্রমের আওতায় চাষ করা হয় এবং ৩০০টন বিটি বেগুন উৎপাদিত হয়।’

রংপুর-১ আসনের মো. মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক ফসল উৎপাদনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার পরোক্ষভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য কমবেশি ক্ষতির কারণ হয়ে থাকে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতিসাধন না করলেও মৎস্য সম্পদের ওপর কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়ে থাকে।’

Advertisement

কৃষিমন্ত্রী বলেন, ‘সরকার কৃষি ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার কমানোর জন্য পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ ফসল (ফল, সবজি ইত্যাদি) উৎপাদনের ওপর ব্যাপক গুরুত্বারোপ করে কৃষক প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ, র‌্যালি, মাঠ দিবস, ব্যক্তিগত ও দলীয় আলোচনা ইত্যাদি কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে বাস্তবায়ন করছে। সরকার ইতোমধ্যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সমন্বিত ফসল ব্যবস্থাপনা, জৈব বালাইনাশক ব্যবহার, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার, আঠা ফাঁদ, ব্যবহারসহ পরিবেশবান্ধব বিভিন্ন বালাইনাশক ব্যবহার কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছে। এ বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়ার কার্যক্রম চলমান রাখা হয়েছে।’

এইচএস/এনডিএস/জেআইএম