দেশজুড়ে

রিফাত হত্যা : তিন আসামি রিমান্ডে

বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল তাদের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এর মধ্যে রিফাত হত্যা মামলার চার ও নয় নম্বর আসামি চন্দন ও মো. হাসানের সাতদিনের এবং অপর অভিযুক্ত নাজমুল আহসানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, বিকেলে আদালতে হাজির করে চন্দন ও মো. হাসানের ১০ দিন এবং নাজমুল আহসানের পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে চন্দন ও মো. হাসানের সাতদিন এবং নাজমুল আহসানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমকেএইচ