অর্থনীতি

আগ্রহ হারানোর শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

Advertisement

এদিকে বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৭৫ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৬ টাকা ১০ পয়সায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩২ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, এ কোম্পানিটির মোট শেয়ারের ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ১০ দশমিক ১৫ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ১২ শতাংশ এবং বিদেশিদের কাছে ২ দশমিক ৮৫ শতাংশ শেয়ার আছে।

Advertisement

আইপিডিসি ফাইন্যান্সের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৭ দশমিক ৩২ শতাংশ। এর পরেই রয়েছে আলহাজ টেক্সটাইল। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৬ দশমিক ৭৪ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৯৭ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৫৫ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৪৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ দশমিক ৩৮ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩৫ শতাংশ এবং নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৪ শতাংশ দাম কমেছে।

এমএএস/এনডিএস/এমকেএইচ

Advertisement