রাজনীতি

মূল্যবোধ হারিয়ে গেছে : সেলিমা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘সবাই দেখেছেন বরগুনায় কীভাবে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে রিফাতকে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষ এগিয়ে আসেনি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, আজকে মূল্যবোধ হারিয়ে গেছে। এখনো সাগর-রুনির বিচার হয়নি।’

Advertisement

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে প্রতিহিংসার রাজনীতি ন্যায়বিচার এবং খালেদা জিয়া শীর্ষক নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। কথা বলতে হবে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজি মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মদ নেসারুল হক, বিলকিস ইসলাম, কৃষক দলের সদস্য মোজাম্মেল হক মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

Advertisement

কেএইচ/এমআরএম/এমকেএইচ