অর্থনীতি

শনিবার ব্যাংক খোলা

আগামী শনিবার (২৯ জুন) সাপ্তাহিক ছুটির দিন সকল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আয়কর, ভ্যট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার সব বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সকল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ শনিবার খোলা রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিশেষ করে জেলা পর্যায়ের সকল ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এসআই/এসআর/জেআইএম