রাজনীতি

অলির নেতৃত্বে ‘জাতীয় মুক্তি মঞ্চ’

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা কর্নেল (অব.) অলি আহমদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন এ প্ল্যাটফর্মের ঘোষণা দেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দেয়া হয়।

জাতীয় সংসদের মধ্যবর্তী নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, খেলাফত মজলিসের আহম্মেদ আলী তাহের, ডেমোক্রেটিক ন্যাশনাল মুভমেন্টের মুহিব খান, এলডিপির সাধারণ সম্পাদক রেদোয়ান আহম্মেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Advertisement

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের মনোনয়ন নেয়া সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল এলডিপির সভাপতি অলি আহমদের হাতে ফুল দিয়ে এলডিপিতে যোগ দেন।

এক প্রশ্নের জবাবে অলি বলেন, ‘১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক নয়। আমরা সব দেশপ্রেমিক শক্তিকে নিয়ে এগোতে চাই। জাতিকে বিভক্ত করে নয়।’

২০ দলের বাইরে এ জোট কি-না এমন প্রশ্নের জবাবে অলি বলেন, ‘২০ দল আছে, থাকবে। বিএনপি মূল দল। তাদের ড. কামালের সঙ্গেও তো জোট আছে।’

Advertisement

আপনার জোটে কারা থাকছেন জানতে চাইলে অলি বলেন, ‘দেখতেই তো পাচ্ছেন আমার পাশে কারা বসে আছেন।’

কেএইচ/ এনডিএস/এমকেএইচ