জাতীয়তাবাদী ছাত্রদলের চলমান সঙ্কট নিরসনে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
Advertisement
বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নয়াপল্টন কার্যালয়ে দলের হাইকমান্ডসহ সাবেক ছাত্রদল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মির্জা আব্বাস। বৈঠকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহিন। এ ছাড়া আন্দোলনকারীদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ইখতিয়ার কবির ও মামুন বিল্লাহ।
বৈঠকে ছাত্রদলের চলমান সঙ্কট নিরসন হবে বলে আশা করছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। এর আগে সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের অদূরে স্কাউট মার্কেট ভবনের পাশে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। ৪ ঘণ্টা সেখানে অবস্থান করে বেলা দেড়টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। দলীয় কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের অবস্থানের ফলে কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির সিনিয়র নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন।
Advertisement
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে মির্জা আব্বাস কার্যালয়ে আসার একটু আগে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।আন্দোলনকারীরা কার্যালয়ে ডিম নিক্ষেপ করে। কার্যালয় থেকে কেউ বের হতে গেলে আন্দোলনকারীদের তোপের মুখে মাঝে মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে আজ থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও এখন পর্যন্ত সেই কার্যক্রম শুরু হয়নি।
কেএইচ/এনডিএস/এমকেএইচ
Advertisement