ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান বোমা হামলার হুমকির পাওয়ার পর লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
বিবিসি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই ফ্ল্যাইটটি হলো এআই-১৯১। বিমানটি ভারতের মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছিল। কিন্তু মাঝপথে বোমা হামলা হতে পারে এমর খবর পায় বিমান সংস্থাটি। তাই জরুরি ভিত্তিতে তারা সেটি লন্ডনে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, তারা ভারতীয় বিমানে বোমা হামলা হতে পারে এমন খবর বিমান সংস্থাটির কাছ থেকে পাওয়ার পর তাদের যুদ্ধবিমান টাইফুনকে পাঠায়। টাইফুনের প্রহরায় বিমানটি লন্ডনে অববতরণ করে।
আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে বাবা-মেয়ের নির্মম মৃত্যু
Advertisement
এয়ার ইন্ডিয়া তাদের টুইটার পেজে দেয়া এক বার্তায় জানিয়েছে, বোমা হামলার হুমকি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রগামী ফ্ল্যাইটটি জরুরি অবতরণ করেছে। তারা এটা নিরাপত্তা হুমকি হিসেবে অভিহিত করলেও কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি।
লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া দশটায় বিমানটি অবতরণ করে। সেটি এখন বিমানবন্দরেই অবস্থান করছে। তবে মুল টার্মিনাল সচল আছে। ভারতীয় বিমানটিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
এসএ/এমকেএইচ
Advertisement