সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বর্তায় এ শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ ও পরিক্ষীত নেতাকে হারালো আর সিলেটবাসী হারালো তাদের প্রিয় একজন মানুষকে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রসঙ্গত, আব্দুজ জহির চৌধুরী বুধবার ৩টা ৫৫ মিনিটে সিলেটের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দীর্ঘ দিন যাবৎ তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। এসএ/এসকেডি/আরআইপি
Advertisement