জাতীয়

বাপেক্সকে অারো শক্তিশালী করা হবে : নসরুল হামিদ

দেশে-বিদেশে তেল-গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি) আরো শক্তিশালী করা হবে বলে জানেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, অনসুর বা অফসুর উভয় স্থানেই অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপকরণ যথাসময়ে সরবরাহ করার উদ্যোগ অব্যাহত রাখা হবে।প্রতিমন্ত্রী বুধবার রাশিয়ার মস্কোতে গ্যাজপ্রম এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা কালে এসব কথা বলেন। এ সময় তিনি বাপেক্সের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন, স্থলভাগ ও গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান, মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। গ্যাজপ্রম অতিদ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। নসরুল হামিদ জানান, দ্রুত সময়ের মধ্যে বাপেক্স ও গ্যাজপ্রম যৌথ বিনিয়োগে কোম্পানি গঠন করে মায়ানমার সহ বিভিন্ন দেশে তেল-গ্যাস অনুসন্ধানে অংশগ্রহণ করবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান গ্যাজপ্রমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভেলরি গুলেভ বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ তৈরির জন্য সরকারকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান উপস্থিত ছিলেন।এসএ/এসআইএস/আরআইপি

Advertisement