খেলাধুলা

জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে সংসদের সংবর্ধনা

ত্রিবঙ্গীয় মৈত্রী আন্তর্জাতিক টি-২০ ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে জাতীয় সংসদ। বুধবার জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) প্রণব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। অন্যদের মধ্যে ক্রিকেট কাউন্সিলের সভাপতি এম হারুনুর রশিদ, টিম ম্যানেজার মো. তাজউদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ কামরুল ইসলাম বক্তৃতা করেন। অনুষ্ঠানে ব্লাইন্ড ক্রিকেটার এবং দলের কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডেপুটি স্পিকার। ক্রিক্রেট বোর্ডের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন ব্লাইন্ড কিক্রেট বোর্ডের চেয়ারম্যান এম হারুনুর রশিদ বাবু। ব্লাইন্ড ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ত্রিবঙ্গীয় মৈত্রী আন্তর্জাতিক টি-২০ ব্লাইন্ড ক্রিকেট-২০১৫ এ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। ব্লাইন্ড ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে তারাও দেশের একজন সাধারণ ক্রিকেটারের চেয়ে কোনো অংশে কম মেধা ও যোগ্যতা সম্পন্ন নয়।ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধীদের কল্যাণে ছিলেন একজন নিবেদিত প্রাণ। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ক্রিড়া, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ সব ধরণের সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন।তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো জাতীয় অর্জন সম্ভব নয়। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা ও আন্তরিকতার জন্যই ক্রিড়াঙ্গনে উৎসাহ ও উদ্দীপনা বহুগুণে বেড়ে গেছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এইচএস/এসকেডি/আরআইপি

Advertisement