চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৪ জুলাই থেকে। ইতোমধ্যে রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এখন ভিসা গ্রহণ কার্যক্রম তদারকি, সমন্বয় ও ত্বরান্বিত করার সুবিধার্থে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
Advertisement
গত ২৬ জুন ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত হজ ভিসা সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে, আগামী ৪ থেকে ১৫ জুলাই পর্যন্ত যারা হজযাত্রী, তাদের তথ্য ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালক এবং কারওয়ান বাজারে অবস্থিত বিজনেস অটোমেশন লিমিটেড বরাবর পাঠাতে সংশ্লিষ্ট এজেন্সির প্রতি অনুরোধ জানানো হয়েছে।
২৮ জুনের (শুক্রবার) মধ্যে এই prp@hajj.gov.bd, morahajsection@gmail.com ই-মেইলে ওই তথ্য পাঠাতে হবে।
আরও পড়ুন>> হজ ভিসা ইস্যু শুরু হয়েছে, তবে!
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা গ্রহণ কার্যক্রম তদারকি, সমন্বয় ও ত্বরান্বিত করার সুবিধার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এই তথ্য চাওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ২৬ জুন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৫৩৫ জন হজযাত্রীর টিকিট ক্রয়ের জন্য পে-অর্ডার ইস্যু করেছে ৫৮৯টি এজেন্সি। সৌদি ই-হজ সিস্টেমে পাসপোর্ট এনরোলমেন্ট করা হয়েছে ৫৬ হাজার ৬৬৯ জনের।
এ বছর হজ কার্যক্রমে এজেন্সির সংখ্যা – ৫৯৮ টি। হজ এজেন্সি কর্তৃক পিলগ্রিম আইডি প্রদান করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৬ জনের।
চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরব যাবেন।
Advertisement
এমইউ/জেডএ/পিআর