ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে বিশেষ নামডাক রয়েছে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রায়ই তোলা হয় পক্ষপাতিত্বের অভিযোগ। যা একেবারেই অমূলক বলে উড়িয়ে দেয়া যাবে না।
Advertisement
সে ধারাবাহিকতায় এবার সঞ্জয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রীতিমতো আইসিসির কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন আদি কুমার নামের একজন অস্ট্রেলীয় নাগরিক। যেখানে সঞ্জয়ের সমালোচনা করতে ছাড়েননি আদি।
নিজের প্যাডে আইসিসি বরাবর লেখা চিঠির ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আপলোড করেন আদি। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সঞ্জয় মাঞ্জরেকারের ধারাভাষ্য শুনে আমি হতাশ। এ কারণে আইসিসির কাছে আমি এ ব্যাপারে লিখেছি।’
নিজের চিঠিতে আদি লিখেছেন, ‘হেই আইসিসি! সিডনি থেকে ভালোবাসা নিও। তোমাদের ধারাভাষ্য প্যানেলের একজন সঞ্জয় মাঞ্জরেকার, তার ব্যাপারে বলার জন্য এ চিঠি লিখছি। এ বিশ্বকাপে আমি তাকে পুরোপুরি অপেশাদার এবং ভারতের প্রতি পক্ষপাতী হিসেবেই দেখেছি। এছাড়া সে বারবারই নিজের ব্যাপারে কথা বলতে আগ্রহী। এছাড়া বিশ্বকাপটা দারুণ চলছে। ধন্যবাদ।’
Advertisement
আদির এ চিঠি ভাইরাল হয়ে গেলে সাড়া পড়ে যায় টুইটারে। তখন তিনি জানান চিঠিটি লেখার কারণ। তিনি লিখেন, ‘এ চিঠিটা লিখেছি মূলত সঞ্জয়ের কয়েকদিন আগের একটি ধারাভাষ্যের জন্য। যেখানে ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে সে বলেছিল, ধোনি উইকেটের পেছনে "আমাদের" অতন্দ্র প্রহরী। সঞ্জয় একজন ধারাভাষ্যকার। মাইক হাতে তার কোনো পক্ষ নেই। এখানে কোনো আমরা বা আমাদের থাকতে পারে না।’
এ চিঠির বিপরীতে আইসিসি কিংবা সঞ্জয় মাঞ্জরেকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে আইসিসি পর্যন্ত ঠিকই পৌঁছে গেছে চিঠিটি।
এসএএস/পিআর
Advertisement