সাকিব লন্ডনে গেছেন আফগানিস্তানকে হারানোর রাতেই। তামিম, লিটন, মোসাদ্দেকসহ বেশিরভাগ ক্রিকেটারই বার্মিংহামের বাইরে। বাংলাদেশের টিম হোটেল হায়াত রিজেন্সিতে এখন হাতে গোনা পাঁচ-ছয়জন ক্রিকেটার আছেন।
Advertisement
এর মধ্যে কাফ মাসলের ইনজুুরি কাটিয়ে ওঠার সংগ্রামে ব্যস্ত মাহমুদউল্লাহ রিয়াদ সঙ্গত কারণেই হোটেলে। অধিনায়ক মাশরাফি আর মুশফিকুর রহিমও হোটেলেই ছিলেন। দুপুরে আগে সপরিবারে বেরিয়েছিলেন ঘুরতে। তাদের সঙ্গে মিরাজও গেছেন।
হোটেল ছাড়ার আগে অল্প কিছুক্ষণ মিডিয়ার সঙ্গে কথাও বলেছেন এ অফস্পিনিং অলরাউন্ডার। মূলত ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিরাজ। তার কথার সারমর্ম দুটি, ভারতের সঙ্গে জিততে ভাগ্য তথা সৃষ্টিকর্তার আনুকূল্য দরকার। আর স্পিনারদের চ্যালেঞ্জ সামলাতে হবে।
ভারতের বিপক্ষে নিজ দলের সম্ভাবনার কথা বলতে গিয়ে মিরাজ জানান, ‘আসলে ভারতের সাথে যত ম্যাচই খেলেছি, তার বেশিরভাগই ছিল ক্লোজ ম্যাচ। আমরা একদম কাছে গিয়ে হেরেছি। ভাগ্যের আনুকূল্যও পাইনি আমরা। যে কারণে ভাল খেলে সম্ভাবনা জাগিয়েও শেষ হাসি হাসতে পারিনি।’
Advertisement
তিনি আরও বলেন, ‘তবে বিশ্বাস করি, আস্থাও আছে আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি আর ভাগ্য সহায় থাকে তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকেন তাহলে আমরা জিততেও পারি। কারণ আামাদের দল এখন বেশ ভাল অবস্থায় আছে। সবাই ভাল খেলছে। আত্মবিশ্বাসটাও আছে বেশ। যারযার জায়গায় সবাই ভাল খেলছেন। ওভারঅল টিম পারফরমেন্স ভাল হয়েছে। মুশফিক ভাই-রিয়াদ ভাইও সাধ্যমত অবদান রাখছেন।’
মিরাজের শেষ কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, তার অনুভব ও উপলব্ধি হলো, ‘ভারতের সঙ্গে সাফল্য পেতে হলে আর ভারতীয় ব্যাটসমানদের কাছ থেকে ম্যাচ নিজেদের অনুকূলে নিতে চাই স্পিনারদের ভাল বোলিং। ভারতীয় ব্যাটসম্যানরা সবাই স্পিনের বিপক্ষে খুব ভাল ব্যাট করেন, সবাই দক্ষ। তাই তাদের বিপাকে ফেলতে দরকা খুব ভাল ও সমীহ জাগানো বোলিং। সে কাজটিও সহজ নয়। রীতিমত চ্যালেঞ্জিং। আমাদের সেই চ্যালেঞ্জটাই নিতে হবে।’
এআরবি/এসএএস
Advertisement