জাতীয়

নতুন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার

বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকারকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Advertisement

তথ্য ক্যাডারের ৮৪তম ব্যাচের কর্মকর্তা সুরথ কুমারকে প্রেষণে এই নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে গত ৮ এপ্রিল প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। কিন্তু ৩০ এপ্রিল তাকে ফের রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই থেকে প্রধান তথ্য কর্মকর্তার পদটি খালি ছিল।

একই আদেশে সিলেট বিভাগের স্থানীয় সরকারের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিউর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হককে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বিওআইয়ের ১৪ তলা বিল্ডিং নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ তৌহিদুর রহমাকে তথ্য মন্ত্রণালয়ের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

Advertisement

আরএমএম/এসআর/এমএস