আন্তর্জাতিক

এটিএম বুথে পাওয়া যাবে পানি (ভিডিও)

সে দিন আর দূরে নয়, যখন সব সমস্যা ভুলে মানুষ খুঁজে বেড়াবে এক ফোঁটা পানি। সারা বিশ্ব জুড়েই পানি সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। সেই সঙ্কটের ঢেউ কীভাবে ভারতে আঁছড়ে পড়বে তার আভাস সম্প্রতি দিয়েছে দেশটির একটি কমিশনের প্রতিবেদন।

Advertisement

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে রাজধানী নয়াদিল্লি, চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু-সহ দেশটির ২১টি শহরের ভূগর্ভস্থ পানি একেবারে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, ২০৩০ সালের মধ্যে ভারতের ৪০ শতাংশ মানুষের কাছে থাকবে না কোনো খাওয়ার পানি।

আগামী দিনে প্রায় ৬০ কোটি ভারতীয়কে তীব্র পানি সঙ্কটের মোকাবেলা করতে হবে হুঁশিয়ারি দেয়া হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে বাবা-মেয়ের নির্মম মৃত্যু

Advertisement

পানীয় জলের সঙ্কট দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ইতোমধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেই সমস্যা মোকাবেলায় কয়েক মাস আগে দক্ষিণ ভারতের কয়েকটি জায়গায় সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে বসানো হয়েছিল ওয়াটার এটিএম।

চলতি বছরের জানুয়ারিতে ওএনজিসির উদ্যোগে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বসানো হয়েছিল ওয়াটার এটিএম। সেই এটিএম থেকে পরিবার পিছু প্রত্যেকদিন ২০ লিটার পানি দেয়া হয়। এর জেরে সেই এলাকায় উপকৃত হচ্ছেন প্রায় সাড়ে তিন হাজার পরিবার।

এসআইএস/পিআর

Advertisement