তথ্যপ্রযুক্তি

টিভির চলমান অনুষ্ঠানেই খাবার পৌঁছে দিল ‘সহজ’

দেশের টেলিভিশন অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে অনুষ্ঠান চলাকালীন স্বল্প সময়ের মধ্যে অ্যাপের অর্ডারে উপস্থাপিকার কাছে খাবার পৌঁছে দিলো সহজ অ্যাপ।

Advertisement

গত সোমবার বিশ্বকাপে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার খেলার বিরতিতে গাজী টেলিভিশনে ‘বাংলালিংক পাওয়ার প্লে’ অনুষ্ঠানে উপস্থাপিকা জান্নাত অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের জন্য সহজ অ্যাপে খাবার অর্ডার করেন।

অনুষ্ঠান চলাকালীন স্বল্প সময়ের মধ্যে খাবার নিয়ে ডেলিভেরি ম্যান উপস্থিত হলে চমকিত হন উপস্থাপিকা এবং আমন্ত্রিত অতিথি খালেদ মাসুদ।

অনুষ্ঠান শুরু হতে না হতেই অতিথি খালেদ মাসুদকে বলতে দেখা যায় –'আজকে একটু খিদে পাচ্ছে।' উপস্থাপিকা জান্নাত জানান, 'এটা কোনো ব্যাপার না! সহজ অ্যাপ দিয়ে অর্ডার করে দিচ্ছি। কী খাবেন? বলেন।' বলতে বলতে অর্ডার ।

Advertisement

ক্রিকেট আলাপের মধ্যেই– উপস্থাপিকার ফোন বেজে ওঠে এবং অতিথিকে বলেন- 'খাবার চলে এসেছে।'

সহজ অ্যাপ ব্যাবহারের মাধ্যমে এখন যেকোনো সময় খাবার অর্ডার করা যায় সহজেই!

উল্লেখ্য, দেশের পরিবহন টিকিট সেবা নিয়ে যাত্রা শুরু করা সহজ ডটকম সম্প্রতি 'সহজ ফুড' সেবার মাধ্যমে শহরের ব্যস্ত মানুষদের স্বল্প সময়ে পছন্দের খাবার পৌঁছে দিচ্ছে।

এসএইচএস/পিআর

Advertisement