খেলাধুলা

আইসিসির নির্দেশ, জার্সি বদলে নামতে হবে ভারতকে

সেমিফাইনাল নিশ্চিত করতে আর মাত্র ১টি জয় চাই ভারতের। আগামীকাল ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে সে কাজই সেরে ফেলতে চান কোহলি-রোহিতরা। নিয়মিত নীল রঙয়ের জার্সি গায়ে জড়িয়ে উইন্ডিজদের মোকাবিলা করলেও আইসিসির নির্দেশ অনুযায়ী এরপরের ম্যাচে এওয়ে জার্সি পরে মাঠে নামতে হবে ভারতীয় দলকে।

Advertisement

আগামী ৩০ জুন এডজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। দু'দলের মূল জার্সি দেখতে প্রায় একই রকম। তাই অতিথি দল হিসেবে এওয়ে জার্সি পরতে হবে ভারতীয় দলকে। জানা গেছে, একসময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত যে কমলা জার্সি পরে খেলত সেরকমই হতে যাচ্ছে টিম ইন্ডিয়ার এওয়ে জার্সির রূপ।

এএনআইকে আইসিসির একটি সূত্র জানিয়েছেন, ‘রঙ বাছাইয়ের বিষয়টি আমরা বিসিসিআইয়ের হাতে ছেড়ে দিয়েছি। তারা তাদের দলের জন্য মানানসই রঙ বাছাই করবে। এওয়ে জার্সি পরার নির্দেশ দেয়ার কারণ হলো ভারত ও ইংল্যান্ডের জার্সি দেখতে প্রায় এক।‘

এদিকে বিশ্বকাপের আগেই ইংল্যান্ড বাদে প্রত্যেকটি দলকে দুটি ভিন্ন জার্সি তৈরি করতে নির্দেশ দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তারা জানায়, বিশ্বকাপের স্বাগতিকরা বাদে সবাইকে দুটি ভিন্ন রঙয়ের জার্সি বানাতে হবে।

Advertisement

এসএস/পিআর