বিশ্বে আত্মহত্যাপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ বর্তমানে ১০ম স্থানে রয়েছে। প্রতি এক লাখ মানুষের মধ্যে অন্তত ৮জন আত্মহত্যা করছে। এছাড়া গত ছয় বছরে আত্মহত্যা করেছে ৫৯ হাজার ৭৬০ জন মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বুধবার সিয়াটল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশে আত্মহত্যার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা আত্মহত্যা বিরোধী বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য পরামর্শ দিয়েছেন।ব্রাইটার বাংলাদেশ নামে আত্মহত্যা বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক জয়শ্রী জামান বলেন, পারিবারিক অথবা সামাজিক কারণে অধিক আবেগতাড়িত হয়ে ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা বেশি আত্মহত্যা করছে।গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর উত্তরায় পেশায় সাংবাদিক জয়শ্রী জামানের দুই সন্তান আত্মহত্যা করে। এরপর থেকে তিনি ব্রাইটার বাংলাদেশ নামে একটি সংগঠন চালু করেন। সংগঠনটি তখন থেকেই আত্মহত্যাবিরোধী বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে। উল্লেখ্য, আত্মহত্যা প্রতিরোধে ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিশ্ব সাস্থ্য সংস্থা।এসআইএস/পিআর
Advertisement