দেশজুড়ে

পুলিশ কনস্টেবল নিয়োগে ১১ লাখ টাকা ঘুষ

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে অর্থ লেনদেনকালে ১১ লাখ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার বকচরা এলাকার মৎস্য অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন- সাতক্ষীরা বল্লী এলাকার মো. আবুল হোসেনের ছেলে ব্যবসায়ী মো. আসাদুজ্জামান ও নারায়ণপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার্থী দেলোয়ার হোসেন।

এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, প্রতারণার মাধ্যমে পরীক্ষার্থীর কাছ থেকে ঘুষ লেনদেনকালে ১১ লাখ টাকাসহ এক পরীক্ষার্থী ও এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশের নিয়োগে অনিয়ম এড়াতে ও সৎ পুলিশ সদস্য তৈরি করতে মাত্র ১০০ টাকায় চাকরি দেয়ার ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে সাতক্ষীরা জেলার সকল উপজেলায় মাইকিংসহ বিভিন্নভাবে জন সাধারণকে ঘুষ লনদেন থেকে বিরত থাকতে বলা হয়। সচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম শেষ করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে। কোনো প্রকার ঘুষ লেনদেনের সুযোগ নেই।

Advertisement

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম