জাতীয়

থাকছে না প্রজাপতি গুহা

পথচারী পারাপারের জন্য রাজধানীর কারওয়ান বাজারে নির্মিত ‘প্রজাপতি গুহা’ নামে পরিচিত পাতাল পথটি আর থাকছে না। মেট্রোরেলের কাজের সুবিধার্থেই স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষ।

Advertisement

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা নাহিদ আহসান বলেন, ‘মেট্রোরেল প্রকল্পের লাইনের জন্য প্রজাপতি গুহাটি দ্রুত ভেঙে ফেলা হবে। তবে পথচারীদের চলাচলের জন্য পাশেই নতুন একটি ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শেষের পথে।’

তিনি বলেন, ‘পুরো কাজ হচ্ছে মেট্রোরেল প্রকল্পের আওতায়। ঠিক কবে গুহাটি ভাঙা হবে আর কবে ফুটওভার ব্রিজের কাজ শেষ হবে তা বলতে পারছি না।’

ডিএনসিসির এ কর্মকর্তা আরও বলেন, ‘আগারগাঁও থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত সড়কটি মেট্রোরেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। মেট্রোরেলের কাজ চলার সময় সড়কের দায়িত্ব তাদের। এ সড়কে অবস্থিত পাতালপথটি ভাঙার ফলে জনগণের যেন কোনো অসুবিধা না হয়, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সে অনুরোধ করা হয়েছিল।’

Advertisement

মেট্রোরেলের প্যাকেজ-৫-এর চিফ প্ল্যানিং ইঞ্জিনিয়ার মো. সারফরাজ উদ্দীন বলেন, ‘কারওয়ানবাজারে নতুন পদচারী-সেতুর নির্মাণকাজ শেষ। আগামীকাল ২৭ জুন বৃহস্পতিবার চূড়ান্ত পরিদর্শন করার কথা রয়েছে। ২৮ জুন শুক্রবার এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হতে পারে। এটি চালু হলে পাতালপথটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।’

এইউএ/এএস/এনডিএস/এমকেএইচ