দেশজুড়ে

সিলেটে ২ লাখ ৩১ হাজার ভরি স্বর্ণ সাদা করলেন ব্যবসায়ীরা

সিলেটে আয়োজিত স্বর্ণ মেলায় দুই লাখ ৩১ হাজার ভরি অপ্রদর্শিত স্বর্ণ বৈধ করা হয়েছে। মেলায় সিলেটের ১২৮ জন ব্যবসায়ী নিজেদের অপ্রদর্শিত এসব স্বর্ণের কর প্রদান করে বৈধ করেন। এ মেলায় ব্যবসায়ীদের কাছ থেকে ২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা কর আদায় করেছে রাজস্ব বিভাগ।

Advertisement

সিলেট নগরের শাহজালাল উপশহরের একটি হোটেলে আয়োজিত দু’দিনব্যাপী এ মেলা মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়।

সিলেট কর অঞ্চলের উপ-করকমিশনার কাজল সিংহ এ তথ্য জানিয়ে বলেন, মেলা প্রাঙ্গণে বসানো ব্যাংকের বুথে ব্যবসায়ীরা অপ্রদর্শিত স্বর্ণের বিপরীতে কর দিয়েছেন। মেলায় জুয়েলারি প্রস্তুতকারী কোম্পানি স্বর্ণ ব্যবসায়ী ও উৎপাদনকারী মিলিয়ে মোট ১২৮ জন অপ্রদর্শিত স্বর্ণ কর প্রদানের মাধ্যমে বৈধ করেন বলে জানান তিনি।

সিলেট জুয়েলারি সমিতির অধীনে ২৪৭ জন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন বলেন জানান সংশ্লিষ্টরা।

Advertisement

সিলেটের কর কমিশনার রনজিত কুমার সাহা বলেন, সরকার ব্যবসায়ীদের অপ্রদর্শিত স্বর্ণ সাদা করার সুযোগ দিয়েছেন। মেলা শেষ হলেও ৩০ জুন পর্যন্ত অপ্রদর্শিত স্বর্ণের বিপরীতে আয়কর ও ভ্যাট প্রদান করে স্বর্ণ বৈধ করা যাবে। তবে এরপর আর কোনোভাবেই সুযোগ দেয়া হবে না।

গত সোমবার দুপুরে দু’দিনব্যাপী এ স্বর্ণ মেলার উদ্বোধন করেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মুসক নিরীক্ষা ও গোয়েন্দা) সৈয়দ গোলাম কিবরিয়া।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম

Advertisement